শেখ মেহেদী হাসানের ঘূর্ণি আর তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সফরকারীরা ২-১ ব্যবধানে জিতে নিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। এটি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। একই সঙ্গে দেশের বাইরে একাধিক টি-টোয়েন্টি সিরিজ জেতা প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে নাম লেখালেন লিটন দাস।
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শেখ মেহেদীর স্পিনে দিশেহারা হয়ে পড়ে। ইনিংসের প্রথম ৬৬ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ফিরে আসা মেহেদী ৪ ওভারে মাত্র ১১ রানে তুলে নেন ক্যারিয়ার সেরা ৪ উইকেট।
ওপেনার পাথুম নিশানকা করেন সর্বোচ্চ ৪৫ রান, আর শেষ দিকে ঝড় তোলেন দাসুন শানাকা, ২৫ বলে করেন ৩৫। তবে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩২ রানে।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিরে যান পারভেজ হোসেন ইমন। কিন্তু চাপ নিতে দেননি লিটন দাস ও তানজিদ হাসান তামিম।
লিটন ২৬ বলে ৩২ রানের কার্যকর ইনিংস খেলে আউট হলেও, অন্যপ্রান্তে তানজিদ ছিলেন দুর্দান্ত। প্রথম কয়েকটি বল দেখে নেয়ার পরই ছন্দে ফেরেন তিনি। ২৭ বলে ফিফটি, এরপর আরও দাপুটে ব্যাটিংয়ে ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।
তানজিদের সঙ্গে শেষদিকে ক্রিজে ছিলেন হৃদয়, ২৫ বলে করেন ২৭ রান। তাদের জুটিতেই ২১ বল হাতে রেখে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।