বাংলাদেশের সংগীত জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দীর্ঘদিন ধরে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। চল্লিশের অধিক একক অ্যালবামের এই শিল্পী তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত। তবে তার পরিচিতি শুধুমাত্র সংগীতের মাধ্যমেই সীমাবদ্ধ নয়; তিনি বরাবরই রাজনীতি সচেতন এবং বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, মনির খান বিএনপি থেকে পদত্যাগ করেছেন। এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন নিজেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দিয়ে মনির খান জানিয়েছেন, “আমি বিএনপি ছাড়িনি।”
একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মনির খান বলেন, “২০১৮ সালের একটি তথ্য বিকৃতভাবে সামনে আনা হচ্ছে, যা সঠিক নয়। আমি বিএনপির পদ ছেড়েছি, তবে দল ছাড়িনি।”
এছাড়া তিনি জানান, “২০১৮ সালে আমি বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছিলাম, কিন্তু বিএনপি থেকে আমি কখনোই পদত্যাগ করিনি। আমি বিএনপির সদস্য ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
মনির খান আরও বলেন, “গত ১০ বছর ধরে আমি এলাকায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমার এলাকার লোকেরা আমাকে ভালোবাসে, কিন্তু কিছু মানুষ এই কাজকে পছন্দ করছে না, তাই তারা এসব গুজব ছড়াচ্ছে।”
এ বিষয়ে বিএনপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করে তিনি বলেন, “যদি দল চায় এবং জনগণ আমাকে যোগ্য মনে করে, তাহলে আমি অবশ্যই নির্বাচনে অংশ নেব। আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার ভক্তদের বলব, এসব গুজবে কান না দিতে।”