মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য ভালো খবর দিয়েছে সে দেশের সরকার। এখন থেকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান করবে মালয়েশিয়া।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও সক্রিয় কূটনৈতিক উদ্যোগের ফলে মালয়েশিয়ার সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি আনুষ্ঠানিক নোটিফিকেশনও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মাল্টিপল এন্ট্রি ভিসার মাধ্যমে একবার ভিসা নিয়ে একাধিকবার মালয়েশিয়ায় যাতায়াত করা সম্ভব, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।