রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের এখনও গ্রেপ্তার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রশ্ন তুলেছেন, “তবে কি ধরে নিতে হবে এই হত্যাকাণ্ডের পেছনে সরকারের মদদ রয়েছে?”
শনিবার (১২ জুলাই) বিকেলে ছাত্রদলের আয়োজনে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ১৪২ পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, “গত বুধবার যে নৃশংসভাবে সোহাগকে হত্যা করা হয়েছে, সেই ঘটনার ভিডিও এখন পুরো দেশে ছড়িয়ে পড়েছে। স্ক্রিনে যাদের হামলায় সোহাগের মৃত্যু ঘটেছে, তাদের চিহ্নিত করা সম্ভব হলেও কেন এখনো কেউ গ্রেপ্তার হয়নি? এটা অত্যন্ত দুঃখজনক এবং প্রশ্নবিদ্ধ।”
তিনি আরও বলেন, “যারা পরিকল্পিতভাবে জনতা উত্তেজিত করে সহিংসতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার কি মদত দিচ্ছে না? জনগণের নিরাপত্তা দিতে সরকার বারবার ব্যর্থ প্রমাণিত হচ্ছে।”
তারেক রহমান অভিযোগ করেন, “জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই। আমি নয় মাস আগেই বলেছিলাম—এই দেশে একটি অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে, এখন তারা একে একে দৃশ্যমান হচ্ছে। এরা গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য বড় হুমকি।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি ইতোমধ্যে তাদের মতামত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এখন দায়িত্ব সরকারের—তারা কি এসব গুরুত্বপূর্ণ ইস্যুকে গুরুত্ব দেবে, নাকি সেগুলো আড়াল করে ‘নন-ইস্যু’ দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করবে?”