November 23, 2025, 8:34 pm

নগর স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে ৫ বেসরকারি সংস্থার সঙ্গে ডিএনসিসির সমঝোতা স্বাক্রক

  • Update Time : Monday, August 24, 0207
  • 25 Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগরবাসীর বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে ৫টি বেসরকারি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

গত ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে এডিবি অর্থায়নে পরিচালিত ‘আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি’ প্রকল্পের আওতায় ডিএনসিসি নগর মাতৃসদন ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। প্রকল্পটির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ৩০ জুন। তবে এর আগেই, চলতি বছরের ১ জুলাই থেকে ডিএনসিসি সরাসরি স্বাস্থ্যসেবা কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছে।

নতুন সমঝোতা অনুযায়ী, ডিএনসিসি-এর আওতাধীন বিভিন্ন এলাকায় অংশীদার সংস্থাগুলো স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে।
অংশগ্রহণকারী সংস্থাগুলো ও দায়িত্বপ্রাপ্ত এলাকা:

নারী মৈত্রী: মগবাজার (২টি ইউনিট), মোহাম্মদপুর, ঢাকা আহসানিয়া মিশন: মিরপুর মাজার রোড, বাপসা: বর্ধিত পল্লবী, ইউটিপিএস: উত্তরা, পিএসটিসি: সাতারকুল।

মগবাজার এলাকার ছয়টি সিআরএইচসিসির (কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্র) মধ্যে চারটি ডিএনসিসির নিজস্ব ভবনে পরিচালিত হবে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবা নাগরিকদের মৌলিক অধিকার। এই সেবাকে কার্যকর ও টেকসই করতে স্বচ্ছতা ও মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নগর স্বাস্থ্যসেবার দায়িত্ব সিটি কর্পোরেশনের উপর ন্যস্ত, এবং এসডিজি অর্জনের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে এই কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশ-এর স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মারগুফ আরেফ জাহাঙ্গীর এবং অংশী বেসরকারি সংস্থাগুলোর নির্বাহী পরিচালক ও ডিএনসিসি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com